সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার টাংগুয়ার হাওরে নৌকা ডুবে সাজিকুল ইসলাম (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৬ এপ্রিল) সকালে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলানিউজকে জানান, সাজিকুলসহ আট জেলে রাতে টাংগুয়ার হাওরের মধ্যনগর অংশে মাছ ধরতে যান।
শেষরাতে ঝড়ের কবলে পড়ে তাদের নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাজিকুল নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।