ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সর্বনিম্ন ভাড়া ৭ টাকা আদায়ে নিয়ম, অনিয়ম দূরের ভাড়ায়!

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সর্বনিম্ন ভাড়া ৭ টাকা আদায়ে নিয়ম, অনিয়ম দূরের ভাড়ায়! লোক‍াল হিসেবে চলা সিটিং সার্ভিস/ছবি: বাংলানিউজ

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবহন খাতে অনিয়ম ও দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীতে আজ (রোববার) থেকে চলছে না সিটিং সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঘোষণার প্রথম দিনেই ভাড়া নিয়ে চিটিং শুরু করেছে এতোদিন সিটিং সার্ভিসের লেবাশে চলা পরিবহনগুলো। সর্বনিম্ন ভাড়া ৭ টাকা আদায়ে কঠোর আর দূরযাত্রায় নেওয়া হচ্ছে সিটিংয়ের নিয়মে ভাড়া।

যাত্রী ওঠা-নামার সময় লোকাল বলা হলেও অনিয়ম আগের মতোই বলে অভিযোগ যাত্রীদের।

রোববার (১৬ এপ্রিল)  রাজধানীর কারওয়ান বাজার মোড়, শাহবাগ, প্রেসক্লাব, মৎস্যভবন, বাংলামোটরসহ ব্যস্ত কয়েকটি এলাকা ঘুরে যাত্রীদের কাছ থেকে এঅভিযোগ পাওয়া যায়।

সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে মৎস্য ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রয়েছে বিআরটিএ’র ভিজিল্যান্স টিম। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে দেখা যায় সেখান।

অতিরিক্ত ভাড়া ও চার্ট না রাখার দায়ে সারি সারি গাড়ি দাঁড় করানো হয়েছে। এর মধ্যে ট্রাস্ট, খাজা বাবা, স্বাধীন, নিউ ভিশন পরিবহনসহ বেশ ককয়েকটি পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায় ও গাড়ির মধ্যে ভাড়ার তালিকা না রাখার দায়ে ২ হাজার টাকা করে জরিমানা করেছেন বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত-২।

খাজা বাবা পরিবহনের যাত্রী আসাদ বাংলানিউজকে বলেন, গুলিস্তান থেকে ফার্মগেট যাবো। আগে ১৫ টাকা নিতো আজও তাই নিয়েছে। সরকারি তালিকা অনুযায়ী ভাড়া হওয়ার কথা ১০ টাকা। তালিকা দেখাতে বললাম দেখালো না। এখন আমাদের বসিয়ে রেখে জরিমানা গুনছে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী বিআরটিএ'র আদালত -২ এর নির্বাহী পরিচালক মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, সরকার রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা করেছে।

পরিবহনগুলো তা মানছে কিনা দেখার জন্য মোবাইল কোর্ট বসানো হয়েছে। অনেক পরিবহনের যাত্রী অভিযোগ করেছেন, এতোদিন সিটিং সার্ভিস হিসেবে চলা পরিবহনগুলো যাত্রী লোকাল ওঠালেও ভাড়া আগের হিসাবেই নিচ্ছে। তাদের অভিযোগ আমলে নিয়ে আধা ঘণ্টায় ২৫ থেকে ৩০টি পরিবহনকে ২ হাজার টাকা করে জরিমানা করেছি।

সরেজমিন ঘুরে দেখা যায়, এখনও অনেক পরিবহনের গায়ে সিটিং সার্ভিস লেখা রয়েছে। বাসের ভিতরে গাদা-গাদি যাত্রী। একটু পরপর যাত্রী ওঠাচ্ছে-নামাচ্ছে।

এদিকে সর্বনিম্ন ৭ টাকা ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন কর্মচারীদের মধ্যে বাকবিতণ্ডা হতেও দেখা যায়। বাংলামোটর থেকে শাহবাগ আসতেও ৭ টাকা রাখায় যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আর বাসের কর্মচারীরা সর্বনিম্ন ভাড়া ৭ টাকা আদায় করতে একটু ছাড় দিচ্ছে না জানান যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।