ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
না'গঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ নারায়ণগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশি হয়রানি বন্ধ ও অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে উৎকোচ আদায়ের প্রতিবাদে ফতুল্লার পঞ্চবটি থেকে চাষাঢ়া পর্যন্ত এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন অটোরিকশা চালকরা। পরে মহিলা কলেজের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখে তারা।

রবিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন শতাধিক অটোরিকশা চালক। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আজিজুল জানান, গত ১০ দিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে উৎকোচ আদায় করছে পুলিশ। এর প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কষ্টের টাকা আমরা কাউকে দেবো না।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।