রবিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন শতাধিক অটোরিকশা চালক। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আজিজুল জানান, গত ১০ দিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে উৎকোচ আদায় করছে পুলিশ। এর প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কষ্টের টাকা আমরা কাউকে দেবো না।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এএ