ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
লালপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

নাটোর: নাটোরের লালপুর উপজেলার কদমচিলান এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক ফরিদ হোসেন (৫০) এবং একই গ্রামের আয়ুব আলী শেখের ছেলে হেলপার সুজন শেখ (৩২)।

আহত নাঈম হোসেনকে (৩২) গুরুতর অবস্থায় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদত হোসেন বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে রোগী নামিয়ে দিয়ে পাবনা থেকে একটি অ্যাম্বুলেন্স বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে কদমচিলান এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক ও অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও অ্যাম্বুলেন্স রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ দুইজন মারা যান। এতে আহত হন আরো একজন।  

তিনি আরো জানান, খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও বনপাড়া হাইওয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

পুকুরে ডুবে যাওয়া ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।