রোববার (১৬ এপ্রিল) বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর টোলঘরের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- খুলনার বাগেরহাটের হাসান মল্লিক (১৮), মানিক হাওলাদার (১৮), গোপালগঞ্জের সাগর (২১), গলাচিপার আজিম মোল্লা (২২) ও শ্রী হরলাল হালদার (৩১)।
বরিশাল জেলা অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মৎস্য অফিসের একটি দল দপদপিয়া এলাকায় যৌথ অভিযান চালায়।
এসময় পটুয়াখালী থেকে বাগেরহাটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ লাখ ৯৫ হাজার গলদা চিংড়ির রেনুপোনাসহ ৫ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হবে।
এ রেনু পোনার মূল্য আনুমানিক প্রায় ৪ লাখ টাকা। এগুলো নদীতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএস/জিপি/এসএইচ