রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের কাসেমগঞ্জ বাজার এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিবুল বাঘুটিয়া ইউনিয়নের বিনানই পশ্চিমপাড়ার গ্রামের চা বিক্রেতা শওকত মুন্সীর ছেলে।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী বাংলানিউজকে জানান, শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাকিবুল বাঘুটিয়ায় বৈশাখী মেলা দেখে বাড়ি ফিরছিলো। এসময় সে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে। এরপর থেকে রাকিবুল নিখোঁজ ছিলো।
সকালে স্থানীয়রা কাশেমগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে রাকিবুলের মরদেহ ভাসতে দেখে তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি