পুলিশ সদর দফতরের পক্ষ থেকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে ৪ লাখ করে ৮ লাখ টাকা দেওয়া হয় দুই পরিবারকে।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এ অর্থের সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।
নিহত পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছরের স্ত্রী ছায়রা ফারহানা চৌধুরী ও নিহত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের মা ফিরোজা খাতুন এ আর্থিক অনুদান গ্রহণ করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া তাদের হাতে অনুদানের সঞ্চয়পত্র তুলে দেন।
আবু কয়ছর ১৯৬৬ সালের ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার সদর থানার নতুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশে যোগ দেন। সবশেষ তিনি কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।
মনিরুল ইসলাম ১৯৭৭ সালের ১৫ আগস্ট নোয়াখালী জেলার সুধারাম থানার এওজ বালিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশে যোগ দেন। সবশেষ তিনি জালালাবাদ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে জঙ্গিবিরোধী অভিযানে আহত ৭ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
পিএম/আরআর/এএ