ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তাড়াশে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
তাড়াশে প্রতিপক্ষের হামলায় আহত ১৫ তাড়াশে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাস জমির দখল নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ভাগ্নেকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুল মজিদ (৪২), মোতালেব হোসেন (২৮), আজাহার আলী (৫৫), মিলন হোসেন (২৫), আরশেদ আলী (৫৮), ইমরান হোসেন (২২), ছহির উদ্দিন (৫৫), আব্দুল মালেক (২৭) ও জামাল উদ্দিনের (৪৭) নাম জানা গেছে।

এদের মধ্যে আব্দুল মজিদ, মোতালেব হোসেন ও আব্দুল মালেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান বাংলানিউজকে জানান, খাস জমি দখলকে কেন্দ্র করে সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলনের ভাগ্নে আরিফ মণ্ডলের সঙ্গে মাগুড়া বিনোদ গ্রামের হারু প্রামাণিকের ছেলে আকছেদ আলীর বিরোধ রয়েছে। এর জের ধরে রোববার সকালে আরিফ মণ্ডলের সমর্থকরা লাঠিসোটা নিয়ে পাগলা বাজারে গিয়ে আকছদে আলীর সমর্থকদের ওপর হামলা চালান। এতে আকছদে আলীর পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।