লক্ষ্মীপুরে ব্র্যান্ডিং বিষয়ক মতবিনিময়। ছবি: বাংলানিউজ
লক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি ‘ব্র্যান্ডিং বিষয়ক মতবিনিময়’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর শওকত আলী, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআইএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।