রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হাতীবান্ধা উপজেলার পারুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরনবী হাতীবান্ধা উপজেলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে নুর নবী মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। তিনি লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পারুলীয়া এলাকায় পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি