রোববার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনি গাজীপুরের কালিয়াকৈর থানার পশ্চিম চন্দ্রা গ্রামের হাসান আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি জিপ গাড়ি চন্দ্রা থেকে বাইপালের দিকে যাচ্ছিল। পথে নন্দন পার্কের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের উপর ওঠে যায়। এতে দোকানে থাকা মিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিনিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ওই ক্লিনিক থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, জিপ গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/