ভোলা: জাল ভোট দেওয়ার দায়ে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের একটি কেন্দ্রে চার জনকে চার হাজার টাকা করে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ জরিমানা করেন।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ সহকারী পরিদর্শক জুগল বাংলানিউজকে জানান, সকালে এক নম্বর ওয়ার্ডের কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় চার জনকে আটক করে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা।
পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।