ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

বগুড়া: বগুড়ার নিশিন্দারার মন্ডলপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হজরত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মন্ডলপাড়ায় অবস্থিত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
 
টাউন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ বাংলানিজকে জানান, দুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হজরত আলী নামে এক ব্যক্তি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।