ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ডিবির অভিযানে কমেছে মহাসড়কে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
না’গঞ্জে ডিবির অভিযানে কমেছে মহাসড়কে ডাকাতি ডিবি পুলিশের অভিযানে আটক ডাকাত দল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাতের বেলা মহাসড়কে ডাকাতি অনেকাংশে কমে গেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায়। পুলিশের অভিযানে ইতোমধ্যে ডাকাতি হওয়া বিভিন্ন মালামালসহ গ্রেফতার হয়েছে দুই দল ডাকাত।

এছাড়াও ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য গ্রুপকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জানা যায়, পহেলা বৈশাখের দিনেও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে।

এ সময় ডাকাতি হওয়া ১টি মোবাইল, ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, এক ডাক্তার দম্পতির কাছ থেকে ডাকাতি হবার পর তাদের অভিযোগের ভিত্তিতে ১৪ ও ১৫ এপ্রিল দুই দিনব্যাপী ডিবির চৌকস দল কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে সক্ষম হয়।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আরো ৫ ডাকাতকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকেও উদ্ধার করা হয় ডাকাতি করা মালামাল।

ডিবির উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ১৪ মার্চ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান ত্রিপর্ধী এলাকার মধুমতি ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাতনামা ৯/১০ জন ডাকাত ডা. উম্মে আছমা সাকি ও তার স্বামী ডা. মো. আশফাক দেলোয়ারের প্রাইভেটকার আটক করে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ১ বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে ২৪ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২ লক্ষাধিক টাকা, ৩টি মোবাইল ফোন লুট করে।

এ ঘটনায় ডাক্তার দম্পতি সোনারগাঁও থানায় মামলা দায়ের করলে ডিবি পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হন।

এসআই মফিজুল আরও জানান, এর আগে অপর একটি চক্র সোনারগাঁও এলাকার বিভিন্ন মহাসড়কে রাতের বেলা গাড়ি থামিয়ে বিদেশ ফেরত মানুষসহ সাধারণ যাত্রীদের সঙ্গে থাকা জিনিসপত্র ডাকাতি করে রেখে দিত। ডাকাতির শিকার হওয়া বিদেশ ফেরত মোবারক হোসেনের মামলার সূত্র ধরে ওই চক্রটিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।