ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
রূপগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় খালেক (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাইদুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত খালেক উপজেলার ডহরগাঁও এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ডহরগাঁওসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন খালেক। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ডহরগাঁও এলাকায় অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ও পাঁচ পুরিয়া গাঁজাসহ খালেককে আটক করা হয়। পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।