মানববন্ধন থেকে বক্তারা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বলেন, সরকার পাঁচ বছরেও আমাদের প্রাণ প্রিয় নেতার সন্ধান দিতে পারেনি। শিগগিরই তার সন্ধান দিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক বিএনপি নেতা মখন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা, সিটি করপোরেশনের কাউন্সিলর দিনার খান হাসু, সালেহা কবীর শেপি, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপক সামিয়া চৌধুরী, জাসাস নেতা জসিম উদ্দিন প্রমুখ।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা বিএনপি সভাপতি ইলিয়াস আলী। এরপর থেকে সিলেটে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন অব্যাহত রেখেছে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনইউ/জেডএম