ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

একরাম হত্যা মামলার আসামি অস্ত্রসহ ফের গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
একরাম হত্যা মামলার আসামি অস্ত্রসহ ফের গ্রেফতার অস্ত্রসহ গ্রেফতার জিহাদ চৌধুরী

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ চৌধুরীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার নির্মাণ সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহভাজন একটি গাড়ি থামানো হয়। গাড়িতে থাকা জিহাদ চৌধুরীর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ জব্দ করে পুলিশ।

ওসি বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।

গ্রেফতারকৃত জিহাদ একরাম হত্যার মূল পরিকল্পনাকারী ও এজহারের ২ নম্বর আসামি।  

হত্যাকাণ্ডের কয়েক মাস পর তাকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের ৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএইচডি/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।