রোববার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার নির্মাণ সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহভাজন একটি গাড়ি থামানো হয়। গাড়িতে থাকা জিহাদ চৌধুরীর শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ জব্দ করে পুলিশ।
ওসি বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃত জিহাদ একরাম হত্যার মূল পরিকল্পনাকারী ও এজহারের ২ নম্বর আসামি।
হত্যাকাণ্ডের কয়েক মাস পর তাকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের ৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএইচডি/আরআর/জেডএস