রোববার (১৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর সেকান্তর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাহফুজ উপজেলার সবুজগ্রাম এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন বাদী হয়ে রামগতি থানায় চাঁদাবাজির মামলা করেন।
তছলিম উদ্দিন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজকে আটক করে পুলিশে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোস্টগার্ডের নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মাহফুজকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআর/জেডএস