শনিবার (১৬ এপ্রিল) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে শাওনের পরিবার এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে নিখোঁজ শাওন মির্জার ফুপু শহরের গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা শিউলী মির্জা লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ এপ্রিল যশোর শহরের পৌর পার্ক এলাকা থেকে শাওন মির্জাকে আটক করে পুলিশ। কিন্তু পরে শাওন পালিয়ে গেছে বলে জানায়। এ ঘটনায় পুলিশ থানায় মামলাও করে। সেই থেকে তার আর কোন খোঁজ মিলছে না।
শিউলী মির্জা দাবি করেন, আমার ভাইয়ের ছেলের বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে সে সঙ্গ দোষে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। যদি এমন কোন অভিযোগ তার বিরুদ্ধে থাকে, তাহলে আইনের মাধ্যমে বিচার করা হোক। কিন্তু তার আগে শাওনকে খুঁজে বের করার জন্য পুলিশসহ প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ইউজি/জেডএম