ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শাওনের খোঁজ মেলেনি ১২ দিনেও, পরিবারে উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
 শাওনের খোঁজ মেলেনি ১২ দিনেও, পরিবারে উদ্বেগ সংবাদ সম্মেলনে শাওন মির্জার ফুপু শিউলি মির্জা

যশোর: যশোরে পুলিশের কাছ থেকে ‘পালিয়ে’ যাওয়া উঠতি সন্ত্রাসী শাওন মির্জার সন্ধান মেলেনি ১২ দিনেও। এ নিয়ে তার পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত তার সন্ধান দাবি করেছেন।

শনিবার (১৬ এপ্রিল) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে শাওনের পরিবার এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে নিখোঁজ শাওন মির্জার ফুপু শহরের গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা শিউলী মির্জা লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাওনের বাবা মির্জা কবির উদ্দিন ও মামা মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ এপ্রিল যশোর শহরের পৌর পার্ক এলাকা থেকে শাওন মির্জাকে আটক করে পুলিশ। কিন্তু পরে শাওন পালিয়ে গেছে বলে জানায়। এ ঘটনায় পুলিশ থানায় মামলাও করে। সেই থেকে তার আর কোন খোঁজ মিলছে না।

শিউলী মির্জা দাবি করেন, আমার ভাইয়ের ছেলের বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে সে সঙ্গ দোষে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। যদি এমন কোন অভিযোগ তার বিরুদ্ধে থাকে, তাহলে আইনের মাধ্যমে বিচার করা হোক। কিন্তু তার আগে শাওনকে খুঁজে বের করার জন্য পুলিশসহ প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা,  এপ্রিল ১৬, ২০১৭
ইউজি/জেডএম   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।