রোববার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়-৩ এর উদ্বোধনকালে এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, কারওয়ান বাজারের কাঁচাবাজার মহাখালীতে স্থানান্তরের জন্য অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জন্য জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। তিনি বলেন, আমরা উত্তর সিটি কর্পোরেশনের জন্য জায়গা খুঁজছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব জায়গায় আবেদনও করা হয়েছে। তাছাড়া মহাখালীর মতো যাত্রবাড়ী আর আমিনবাজারেও কাঁচাবাজার নির্মাণ করা হবে।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭/আপডেট: ১৮১৬ ঘণ্টা
ইউএম/এইচএ/এমজেএফ