ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরের মধ্যেই মহাখালীতে কারওয়ান বাজারের কাঁচাবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ডিসেম্বরের মধ্যেই মহাখালীতে কারওয়ান বাজারের কাঁচাবাজার মেয়র আনিসুল হক/ফ‍াইল ফটো

ঢাকা: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারওয়ান বাজারের কাঁচাবাজার মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থানান্তরিত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

রোববার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়-৩ এর উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, কারওয়ান বাজারের কাঁচাবাজার মহাখালীতে স্থানান্তরের জন্য অনেক আগে থেকেই চেষ্টা করা হচ্ছে।

কারওয়ান বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেক প্রভাবশীল। তারপরও তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তাদের জন্য সকল ধরনের সুবিধা রাখা হচ্ছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কারওয়ান বাজারের কাঁচাবাজার মহাখালীর ডিএনসিসি মার্কেটে স্থানান্তর করা যাবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জন্য জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। তিনি বলেন, আমরা উত্তর সিটি কর্পোরেশনের জন্য জায়গা খুঁজছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব জায়গায় আবেদনও করা হয়েছে। তাছাড়া মহাখালীর মতো যাত্রবাড়ী আর আমিনবাজারেও কাঁচাবাজার নির্মাণ করা হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭/আপডেট: ১৮১৬ ঘণ্টা
ইউএম/এইচএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।