রোববার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এ জরিমানা করেন।
এ সময় বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও মোটরযান পরিদর্শক তারিক হাসান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মোটরযানে বাম্পার, অ্যাঙ্গেল ও ধারালো-চোখালো হুকের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়ে ১০ ট্রাক চালককে সাড়ে ৬শ’ টাকা করে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/