রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার শুভপুর লেক সংলগ্ন কবিরের স-মিলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িও ভাংচুর করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চম্পক বড়ুয়া ও রাজিব বড়ুয়া আহত হন। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
ওসি আরও বলেন, স্থানীয় সন্ত্রাসী রাহিয়ার নেতৃত্বে এ ঘটনা ঘটে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ তবারক নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।
মাদক বিক্রেতা খান সাহেবসহ বাকি সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি আবু জাফর সালেহ।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসইচডি/জিপি/বিএস