ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সোমবার সুনামগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সোমবার সুনামগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জে আসছেন।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে এনডিসি অন্জন দাশ বাংলানিউজকে জানান, সোমবার দুপুর আড়াইটায় রাষ্ট্রপতি সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে চলে যাবেন।

পরে সন্ধ্যায় অতি বৃষ্টি ও বাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যাওয়ায় ক্ষয়-ক্ষতির বিষয় নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

এছাড়াও, রাষ্ট্রপতি জেলার ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।