ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাটিতে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
রূপগঞ্জে মাটিতে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়রা ব্রাহ্মণগাঁও এলাকার বালুর মাঠে মাটিতে পুঁতে রাখা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই যুবকের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুতে রাখে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুত চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।