ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দুর্বৃত্তের হানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দুর্বৃত্তের হানা বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দুর্বৃত্তের হানা

বরিশাল: বরিশাল নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দুর্বৃত্তদের হানা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ এপ্রিল) সকালে কাউন্সিলরের সচিব বান্দরোড এলাকায় অবস্থিত কার্যালয়ের প্রধান ফটক খুলে প্রবেশ করে বিষয়টি নিশ্চিত হন।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওয়ার্ডের কাউন্সিলর কে এম শহীদুল্লাহ জানান, রোববার সকালে তার সচিব নগরের ওয়াপদা কলোনির পার্শ্ববর্তী বান্দরোডস্থ কার্যালয় খুলতে যান। এসময় সে কার্যালয়ের দরজা খুলে আলমিরা ভাঙা এবং মাটিতে কাগজপত্র পড়ে থাকতে দেখেন। পরে পুলিশের উপস্থিতিতে ভেতরে প্রবেশ করে কার্যালয়ের পেছনের জানালার পাশের কাঠের একটি খণ্ড খোলা পায়। যা দিয়ে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্বৃত্তরা শুধু আলমিরা নয় সচিবের টেবিলের ড্রয়ার ভেঙে কাগজপত্র লণ্ডভণ্ড করেছে। তবে কিছু খোয়া যাওয়ার বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। বিবরণে বোঝা যায় রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আলমিরার ভেতরে ও টেবিলে থাকা কাগজপত্রসহ মালামাল লণ্ডভণ্ড করে দিয়েছে।

এ ঘটনায় একটি লিখিত অভিযোগও করেছেন কাউন্সিলরের সচিব। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।