ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দাসিয়ারছড়ায় বেকার তরুণ-তরুণীদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
দাসিয়ারছড়ায় বেকার তরুণ-তরুণীদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে তুলতে তিন দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে দাসিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার হলরুমে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ৬০ জন নারী-পুরুষ।

‘যুগপোযোগী প্রশিক্ষণে, বদলে যাবে বেকার জীবন’ স্লোগ‍ান সামনে রেখে তিন দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।

দীর্ঘদিনের সুবিধা বঞ্চিত দাসিয়ারছড়ার নারী-পুরুষদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেয়া খাতুন, নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, সাবেক ছিটমহলের নেতা গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।