ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‌নৌকায় ভোট চাই‌লেন সাঈদ খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
‌নৌকায় ভোট চাই‌লেন সাঈদ খোকন

ঢাকা: বাসযোগ্য ঢাকা গড়তে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, ঢাকা বদলে যেতে শুরু করেছে। যত দিন যাবে তত এ পরিবর্তন দৃশ্যমান হবে।

উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেবো।

রোববার (১৬ এ‌প্রিল) ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এর আগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আরিফ হোসেন ছোটনের উদ্যোগে উল্টিনগঞ্জ বুড়িগঙ্গা নদীর তীরে এবং ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর উদ্যোগে পুরাতন লোহারপুল এলাকায় নব-নির্মিত দু’টি এসটিএস উদ্বোধন করেন মেয়র।

পানির কষ্ট নিবারণে পানির পাম্প বসানোর দাবির প্রেক্ষিতে মেয়র তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। এক থেকে দেড় কাঠা জমি বরাদ্দের উদ্যোগ নিতে বলেন। সে অনুযায়ী জমি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোজার আগেই ওয়াসার কর্মকর্তার কাছ থেকে এলাকাবাসীর জন্য একটি পানির পাম্প বসানোর প্রতিশ্রুতি আদায় করেন।

এছাড়া এ ওয়ার্ডে  কোন রাস্তা নষ্ট থাকলে তা জরুরিভাবে মেরামতের ব্যবস্থা নেয়ার জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।

তিনি বলেন, এলইডি বাতি ভিআইপিদের জন্য ব্যবহৃত হতো, আমি তা নগরবাসীর জন্য পুরো নগরী জুড়ে লাগানো শুরু করেছি। আগামী জুন-জুলাই মাসের মধ্যে পুরো নগরী এলইডি বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠবে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, নারী কাউন্সিলর হেলেনা আক্তারসহ পাশ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা গন উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এ‌প্রিল ১৬, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।