রোববার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।
সম্প্রতি সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানের সময় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইজিপি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পুলিশের জঙ্গিবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার এ অপপ্রয়াস বাংলাদেশ পুলিশ ও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এসব বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে। তাই সবাইকে এ ধরনের বক্তব্য পরিহার করার অনুরোধ করছি।
এ বিষয়ে কোনো সন্দেহ থাকলে পুলিশের সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।
জঙ্গিবাদের সঙ্গে ধর্ম সম্পর্কিত নয় মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ ধর্ম অন্তঃপ্রাণ, কিন্তু কোনোভাবেই ধর্মান্ধ নয়। কোরান হাদিসের অপব্যাখ্যা বা মনগড়া ব্যাখ্যা দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া যাবে না।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতিই অনুসরণ করবে। তবে কেউ যদি জঙ্গিবাদের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসতে চায় তাকে সব্বোর্চ আইনগত সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) মঈদুর রহমান চৌধূরী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
পিএম/জেডএস