ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ২ যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
গৌরনদীতে ২ যুবকের কারাদণ্ড

বরিশাল: বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্যসহ আটক হওয়া দুই যুবককে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ এপ্রলি) দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গৌরনদীর উত্তর পালরদী গ্রামের মৃত ছবেদ মোল্লার ছেলে খোকন মোল্লা (৩২) ও একই গ্রামের আলমগীর সিকদারের ছেলে আলামিন সিকদার (২৮)।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত এ দু’জনকে আটক করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।