ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সরাইলে পিকআপ ভ্যান-প্রাইভেকার সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সরাইলে পিকআপ ভ্যান-প্রাইভেকার সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাবাড়িয়া এলাকায় পিকআপ ভ্যান-প্রাইভেকার সংঘর্ষে প্রাইভেটকারের চালক মানিক মিয়া নিহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার চালক জামালপুরের পাগদিগলি গ্রামের হারুনুর রশীদের ছেলে।

বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, সকালে রাজাবাড়িয়া এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালকসহ দু’জন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মানিক মিয়া মারা যান।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।