রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক ফরমান আলী (৩৫), দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)।
আহত বিশ্বানাথকে গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানান, সকালে বৃষ্টির মধ্যে ফরমান, দুলাল, জগজীবন ও বিশ্বানাথ সিএনজি ধনবাড়ী যাচ্ছিলেন। তারা কুইচামারা ব্রিজের কাছে আসলে একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ফরামান আলী ও যাত্রী জগজীবন রবিদাস মারা যান। পরে আহত যাত্রী দুলাল হোসেন ও বিশ্বানাথকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুলালের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭ আপডেট: ১৮২২ ঘণ্টা
এনটি/এসআই