ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধনবাড়িতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ধনবাড়িতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজি ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এঘটনায় বিশ্বানাথ নামে আরও সিএনজি যাত্রী গুরুতর হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের এ দুর্ঘটনা ঘটে।

‍নিহতরা হলেন- সিএনজি চালক ফরমান আলী (৩৫), দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)।

এদের প্রত্যেকের বাড়ি জামালপুর জেলার নান্দাইল উপজেলা সদরে।

আহত বিশ্বানাথকে গুরুতর আহতবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানান, সকালে বৃষ্টির মধ্যে ফরমান, দুলাল, জগজীবন ও বিশ্বানাথ সিএনজি ধনবাড়ী যাচ্ছিলেন। তারা কুইচামারা ব্রিজের কাছে আসলে একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ফরামান আলী ও যাত্রী জগজীবন রবিদাস মারা যান। পরে আহত যাত্রী দুলাল হোসেন ও বিশ্বানাথকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুলালের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭ আপডেট: ১৮২২ ঘণ্টা
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।