রোববার (১৬ এপ্রিল) বিকেলে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা আড়াইটার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ির পাশের ডোবায় জমানো বৃষ্টির পানিতে খেলতে গেলে সেই পানিতে ডুবে মৃত্যু হয় শিশু ছোঁয়া ও বাইজিদের।
পরে তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান ওই চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ ।