ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ধুনটে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু  

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশের ডোবায় বৃষ্টিতে জমানো পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশু দুটি হলো- ধুনট উপজেলার পারধুনট গ্রামের শিপন মাহমুদের মেয়ে ছোঁয়া খাতুন (৩) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বাইজিদ হোসেন (৫)।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা আড়াইটার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ির পাশের ডোবায় জমানো বৃষ্টির পানিতে খেলতে গেলে সেই পানিতে ডুবে মৃত্যু হয় শিশু ছোঁয়া ও বাইজিদের।


 
পরে তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান ওই চিকিৎসক।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।