ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে লিজা আক্তার (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত লিজা আক্তার নলছিটি পৌর এলাকার বৈচুন্ডী গ্রামের মো. মিজান নিকারীর মেয়ে। তিনি উপজেলার নাংগুলী-মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

মরদেহটি উদ্ধারের পর রোববার (১৬ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লিজার স্বজনরা জানান, উপজেলার মালিপুর গ্রামে মামা বাড়িতে ১৫ এপ্রিল (শনিবার) মধ্যরাতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে লিজা। পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিজা মামা বাড়ি থেকে লেখাপড়া করতেন।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিজকে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহের ব্যাপারে থানায় অবহিত করলে পুলিশ সেখান থেকে লিজার মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন অনুযায়ী সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।