রোববার (১৬ এপ্রিল) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফরাজাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক বিক্রয় প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
স্থানীয়রা জানান, এক বছর আগে সাভারের তরফরাজাঘাট এলাকায় ৩০ থেকে ৪০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। বিকেলে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার কয়েক হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয়। এছাড়া ওই এলাকায় গ্যাস বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় প্রায় কয়েক হাজার পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলো খুলে নেওয়া হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, সাভারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার এ অভিযান নিয়মিত চলবে।
এ সময় সাভার তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী, হাদি মোহাম্মদ আব্দুর রহিম, মাহামুদুল হাসান, সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি