রোববার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ধনবাড়ী পৌর শহরের রাশেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাশেদের বাড়িতে এক বেলুন ব্যবসায়ী ভাড়া থাকেন। দুপুরে তিনি বেলুন বিক্রি করছিলেন। এসময় কয়েকজন তার কাছে বেলুন কিনতে এলে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এসময় আহত হন আরো দু’জন।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এস কে তুহিন বাংলানিউজকে জানান, দুর্ঘটনাস্থল থেকে এক শিশুর দেহের ছিন্ন-ভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় আরো দু'জনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/