শনিবার (১৫ এপ্রিল) রাতে ফরিদপুরের ভাংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৬ এপ্রিল) বিকেলে তাকে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. মোস্তফা হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের প্রয়াত আসমত হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভাংগা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেফতার করা হয়। ২০০৩ সালের ১৬ জুলাই বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ব্যবসায়ী জাফর জমাদ্দার খুন হন। মোস্তফা ওই হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এতোদিন তিনি পলাতক ছিলেন।
এছাড়াও মোস্তফা ২০১৩ সালে একই উপজেলার আফজাল খাঁ হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত (চার্জশিট) আসামি। এই মামলাটি বর্তমানে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি