রাজশাহীতে চলছে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণের কাজ
রাজশাহী: রাজশাহীতে তিন কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণের কাজ চলছে। এজন্য মহানগরের শিরোইল বাস টার্মিনাল থেকে কল্পনা সিনেমা হল মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ড্রেনের ওপর থাকা পুরনো ঢালাই করা স্লাব তুলে ফেলা হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে ফুটপাত নির্মাণের এ কাজ চলছে।
রাসিক প্রধান প্রকৌশলী আশরাফুল হক বাংলানিউজকে জানান, নির্মাণাধীন এ ফুটপাতটিই হবে এখন পর্যন্ত রাজশাহী মহানগরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক ফুটপাত।
সড়কের দুইপাশে ড্রেনের ওপর প্রথমে নতুন করে স্লাব বসানো হবে। পরে এর ওপরে সিরামিকের টাইলস বসানো হবে। আগের মেয়রের পরিষদের সময় মহানগরীর বিভিন্ন ফুটপাতে কংক্রিটের টাইলস বসানো হয়েছিল।
![রাজশাহীতে চলছে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণের কাজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Rajshahi-picture0120170416183307.jpg)
বর্তমানে সড়কের দু’পাশের স্লাবগুলো ভেঙে ফেলা হচ্ছে। এজন্য দু’পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুইমাসের মধ্যে কাজটি শেষ হবে বলেও আশা প্রকাশ করেন রাসিকের এ প্রধান প্রকৌশলী।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএস/জিপি/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।