ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রৌমারীতে পলাতক ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
রৌমারীতে পলাতক ২ আসামি গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ারচর ও কমড়ভাঙ্গী গ্রামের মাদকদ্রব্য এবং সংঘর্ষ মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার দু’জন হলেন- জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষের মামলার আসামি খয়বর হোসেন (৩২)। তিনি কমড়ভাঙ্গী গ্রামের আ. রশিদের ছেলে এবং মোবাইল কোর্ট নং-০১/১৪, ১৯৯০ সালের মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) ৭ (ক) ধারায় ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকবর হোসেন (৩৫)।

তিনি ঝগড়ারচর গ্রামের সলেহ হকের ছেলে।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

রৌমারী থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।