এ ঘটনার পর থেকেই দাদন ব্যবসায়ী আব্দুল মতিন পলাতক রয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মুকুন্দগাঁতী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বেলকুচি থানার উপ পরিদর্শক (এস আই) নাজমুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আবুল হোসেনের ছেলে বাচ্চুর সঙ্গে একই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিনের সুদের টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুপুরে ছেলে বাচ্চুর সুদের টাকার জন্য আবুল হোসেনের সঙ্গে মতিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মতিন ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনকে এলোপাথারি মারধর করেন। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দয়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/এসএইচ