ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন ড. জয়া সেনগুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
শপথ নিলেন ড. জয়া সেনগুপ্ত শপথ অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জয়া সেনগুপ্ত/ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বামীর আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ড. জয়া সেনগুপ্ত। রোববার (১৬ এপ্রিল) বিকেলে স্পিকারের  কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

শপথ নিয়ে সুনামগঞ্জ-২ আসনে স্বামীর অসমাপ্ত কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছেন জয়া সেনগুপ্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. মাহাবুব আরা বেগম গিনি, এস.এম. আবুল কালাম আজাদ ও পংকজ নাথ।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।