ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে প্রথমবারের মত নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
নড়াইলে প্রথমবারের মত নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মারিয়া হোসেন নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মারিয়া হোসেন নৌকা প্রতীকে ৩৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নড়াইল জেলা কৃষকলীগের সম্পাদক খাঁন জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৬৬৪ ভোট পেয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ইউনিয়নে মোট ভোটার নয় হাজার ৩১০ জন। এরমধ্যে নারী চার হাজার ৭২৪ এবং পুরুষ চার হাজার ৫৮৬ জন। নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর এই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে বিএম হিমায়েত হোসেন হিমু নির্বাচিত হন। ২০১৭ সালের ১৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করলে ইউনিয়নটির চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।