নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মারিয়া হোসেন নৌকা প্রতীকে ৩৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নড়াইল জেলা কৃষকলীগের সম্পাদক খাঁন জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৬৬৪ ভোট পেয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে নির্বাচন শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ ইউনিয়নে মোট ভোটার নয় হাজার ৩১০ জন। এরমধ্যে নারী চার হাজার ৭২৪ এবং পুরুষ চার হাজার ৫৮৬ জন। নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের ৬ সেপ্টেম্বর এই ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে বিএম হিমায়েত হোসেন হিমু নির্বাচিত হন। ২০১৭ সালের ১৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করলে ইউনিয়নটির চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি