ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জের ঘুড়কা ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সিরাজগঞ্জের ঘুড়কা ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সরকার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৮৫০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এছাড়া বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু তালেব পেয়েছেন ২ হাজার ৪৩৭ ভোট।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ভোটগণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জিল্লুরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ঘুড়কা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুর দেড়টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা নির্বাচন বর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।