পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের শান্ত করে। সাড়ে ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খাঁন বাংলানিউজকে জানান, দুপুরে রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমারকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার মামলা রয়েছে।
ওই মামলায় জামিন না নেওয়ায় আজ তাকে আটক করা হয়। পরে বিকেলে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএস/এমজেএফ