ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এক ভোটে জয়ী চিরিরবন্দরের ইউপি সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এক ভোটে জয়ী চিরিরবন্দরের ইউপি সদস্য

দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে মাহাবুবুর রহমান ১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মরহুম নুরুল হক মৃত্যুবরণ করায় দীর্ঘদিন এ পদ শূন্য ছিল।

রোববার উপজেলার আলোকডিহি ইউনিয়নের উত্তর আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ অনুষ্ঠানের পর গণনা শেষে এক ভোট বেশি পেয়ে মো. মাহাবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ৭৭৬ জন ভোটারের ৫৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ছিল ১৮৯ জন ভোটার। এর মধ্যে বাতিল হয়েছে ২ ভোট।

তিনি জানান, মোট প্রাপ্ত ভোটারের মধ্যে মাহাবুবুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ২৯৩ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি সদস্য মরহুম নুরুল হকের স্ত্রী রোকেয়া বেগম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯২ ভোট।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।