রোববার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রামডাঙ্গা বনবিভাগের বনবাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম উপজেলার রামডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২৫), সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম কালা (৩২), নসকর আলীর ছেলে কবীর হোসেন (১২), জহির উদ্দিনের ছেলে মিলন ইসলাম (২২)। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে উপজেলার রামডাঙ্গা বনবিভাগের বনবাগান সংলগ্ন এলাকায় পিডিবির ২০০ কেবি ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। এতে পুরো এলাকায় বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় সাইফুল ইসলাম বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। এছাড়াও আরও চারজন আহত হন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ডোমার ও ডিমলা পিডিবির নির্বাহী প্রকৗশলী এ.জেড.এম সাইফুল ইসলাম মণ্ডল বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি