রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জলকেলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং।
এদিকে জলকেলি উৎসবকে ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংগ্রাই জল উৎসব কমিটির আহ্বায়ক অংসা প্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক মানজারুল মান্নান, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ানুল ইসলাম, রাঙামাটি ডিজিএফআই অধিনায়ক কর্নেল মো. রাশেদ ইকবাল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, বেতবুনিয়া পিএসটিএস কমান্ডেন্ট সিনিয়র এএসপি মো. আবুল কালাম আযাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, পৌরসভার মেয়র মো. আকবর হোসেন, জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী প্রমুখ।
মারমা সম্প্রদায় পুরাতন বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এ জল উৎসবের মাধ্যমে। এ উৎসব মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান হওয়ায় পালন করা হয় অত্যন্ত জাকজমকভাবে।
এছাড়া মারমা সম্প্রদায়ে প্রচলন আছে, মারমা অবিবাহিত তরুণ-তরুণীরা পানি ছিটিয়ে তাদের মন দেওয়া-নেওয়া করে এ উৎসবের মাধ্যমে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরবি/এসএইচ