ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সব ‘অ্যাঙ্গেল’ থেকে নির্বাচন ভালো হয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সব ‘অ্যাঙ্গেল’ থেকে নির্বাচন ভালো হয়েছে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, (ফাইল ছবি)

ঢাকা: দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ বা স্থগিত হয়নি। সব অ্যাঙ্গেল থেকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন। রোববার (১৬ এপ্রিল) ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়।

এরপর নির্বাচনী এলাকাগুলো থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন তিনি।

সন্ধ্যায় সচিব বলেন, আজকের নির্বাচন খুব ভালো হয়েছে। সারাদেশে আজকে প্রায় ১৬০টির মতো ইউনিয়ন পরিষদে সাধারণ এবং উপ-নির্বাচন ছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কেন্দ্রে নির্বাচন বন্ধ বা স্থগিত হয়নি এবং সব অ্যাঙ্গেল থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আমরা তো শুরু থেকেই ভোটকেন্দ্র দখল, কারচুপির সংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা করছি। এজন্য থ্রেটটা মনে হয় আমরা সৃষ্টি করতে পরেছি। যারা নির্বাচনের আগের রাতে প্রহরায় নিয়োজিত বা দায়িত্বপ্রাপ্ত তাদের ভেতরে একটা ভীতি কাজ করেছে যে, কোনো কিছু হলে নির্বাচন কমিশন হয়তো এটাকে মানবে না। এটাই মূল কারণ এবং আমরা ওয়াচ করছি।

আব্দুল্লাহ বলেন, কোনো নির্বাচনকে আমরা ছোটভাবে দেখছি না। এই নির্বাচনেও আপনারা খেয়াল করে দেখবেন যে, চারজন নির্বাচন কমিশনার মফস্বল পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন মনিটরিং করতে গেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জামালপুরে গেছেন, যেখানে ছয়টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ছিল। একজন সিইসি একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য একটা জেলায় যেতে পারেন, এতে বুঝতেই পারা যায়া তারা কতটুকু গুরুত্বের সঙ্গে এই নির্বাচনগুলো দেখছেন। আমার দৃঢ় বিশ্বাস, পুরো নির্বাচন কমিশনই এই নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যেভাবে সভা করেছে, তার একটা ইম্পেক্ট আজকে নির্বাচনে পড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিত্র কিছুটা পাল্টেছে, তা আমি দায়িত্ব নেওয়ার পর দেখেছি, এটা আমি বলতে পারি। নারায়ণগঞ্জ নির্বাচনও সুষ্ঠু হয়েছে। মাঠ পর্যায় থেকে আমরা শুনতে পাচ্ছি-স্যার নির্বাচন ভালো হচ্ছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পাচ্ছি। মাঠ পর্যায় থেকে আমার সহকর্মীরা, আমার জুনিয়ররা প্রতিনিয়তই এসব বলছে।

সামনের জাতীয় নির্বাচনে কি এই ধারাবাহিকতা বজায় থাকবে, কেউ কলকাঠি নাড়াবে না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আশা করা যায়, নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে এবং জনগণের যে প্রত্যাশা রয়েছে, আমি মনে করি যে, তাদের প্রত্যাশা আরও বাড়বে এবং এটা ভালোর দিকেই যাচ্ছে। নির্বাচনের চাবি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছেই থাকবে। চাবি কারো কাছে যাবে না।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।