ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে আট শ্রমিক নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সিলেটে আট শ্রমিক নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট: সিলেটে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আজীবন বহিষ্কৃত সভাপতি আবু সরকারসহ আট শ্রমিক নেতার তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 

রোববার (১৬ এপ্রিল) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার মামলায় সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়।  

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) তাদের কারাগার থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা ওই ৮ আসামির বিরুদ্ধে অত্র আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।  

আবু সরকার ছাড়াও রিমান্ড প্রাপ্তরা হচ্ছেন- মুজিবুর রহমান, মো. আমির উদ্দিন, আনোয়ার খান পাঠান, মো. আব্দুস শাহীন, আব্দুল মতিন উরফে ভিআইপি, মো. আমিনুল ইসলাম শাহিন ও মো. শফিক আহমদ।  

গত ১৮ ফেব্রুয়ারি মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে গাড়িতে করে ফিরছিলেন শফিক। ওই বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিকরা।

পরে তার গাড়ি নগরীর সোবহানীঘাট এলাকায় পৌঁছালে গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় ওইদিন রাতেই সিলেট কোতোয়ালি থানায় গাড়ি ভাংচুর ও হামলার সঙ্গে জড়িত থাকার ঘটনায় ৪০-৫০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।  

পরবর্তীতে ওই রাতেই জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. দিলু মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় জড়িত আবু সরকারসহ ২০ জনকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।