ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান পান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
লক্ষ্মীপুরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান পান্না

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাহেনারা পারভিন পান্না বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি লক্ষ্মীপুর জেলার প্রথম নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি প্রার্থী ফেরদৌসি সুলতানা (ধানের শীষ) ভোট বর্জন করেন।

মাহেনারা পারভিন নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফেরদৌসি সুলতানা (ধানের শীষ) পান ৫২৩ ভোট। বিকেলে ওই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার হারুন অর রশিদ এ তথ্য জানান।

লামচর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মাহেনারা পারভিন পান্না ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর স্ত্রী। মোহাম্মদ উল্লাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা যান।

সকাল ১০টার দিকে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসি সুলতানা। এসময় তিনি পুনঃনির্বাচনের দাবি তোলেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার জানান, রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট। এ ইউনিয়নে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

একই সময় রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৩৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জহিরুল ইসলাম (টিউবওয়েল প্রতীক)। তিনি ভোট পান ৩৬৯টি। এছাড়া সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন খোকন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭২ ভোট।

লক্ষ্মীপুরে প্রথমবার একজন নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন বলে জানান লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ, একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ড ও লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ইউপি চেয়ারম্যান ও দু’জন সাধারণ সদস্যের মৃত্যুতে ওই পদগুলো শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।