ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তালতলীতে ৪টিতে আ’লীগ ও এক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
তালতলীতে ৪টিতে আ’লীগ ও এক স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন- ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. নজির হোসেন কালু পাটোয়ারী, ২নং ছোটবগী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. তৌফিকউজ্জামান তনু, ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন আকন, ৫নং বড়বগী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মো. আলমগীর মিঞা আলম মুন্সী ও ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দুলাল ফরাজী।

নির্বাচন সম্পর্কে পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।